গাজায় রাতভর ইসরাইলি বাহিনীর অভিযান, ১৯ ফিলিস্তিনি নিহত


গাজা উপত্যকার একটি বাড়িতে ইসরাইলি হামলার স্থান থেকে উদ্ধার হওয়া এক ব্যক্তির মরদেহ বহন করছেন ফিলিস্তিনিরা। ছবি: রয়টার্স

গাজা এবং পশ্চিম তীরে ফের রক্তক্ষয়ী অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী। স্থানীয় সময় সোমবার (৭ এপ্রিল) রাতভর চলা এই অভিযানে শুধু গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন ফিলিস্তিনি। বিষয়টি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, গাজার উত্তরের বেইত লাহিয়া শহরে অন্তত ছয়জন এবং গাজা সিটিতে পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া বিভিন্ন স্থানে আরও প্রাণহানির ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।

এদিকে ফিলিস্তিন মিডিয়া সেন্টারের বরাতে আল জাজিরা আরও জানায়, পশ্চিম তীরেও দখলদার বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। সোমবার রাতেই নাবলুসের পূর্বে অবস্থিত রুজেইব গ্রামে একটি ভবন ঘিরে ফেলে ইসরাইলি সেনারা। এরপর সেখানকার বাসিন্দাদের জোরপূর্বক ঘরবাড়ি ছাড়তে বাধ্য করা হয়।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পশ্চিম তীর জুড়েই অভিযান চালিয়ে অনেক ফিলিস্তিনিকে তাদের বাড়ি থেকে গ্রেফতার ও উচ্ছেদ করেছে ইসরাইলি বাহিনী।

এ ঘটনায় গোটা ফিলিস্তিনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

0 মন্তব্যসমূহ